কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং,কৃষি বাংলাদেশ








কোয়েলের বাচ্চা ফোটানোঃ

স্বাভাবিক নিয়মে ১৭-১৮ দিনে উপযুক্ত
পরিবেশে ডিম হতে বাচ্চা ফুটে। অবশ্য
তা প্রজাতি বা ইনকিউবেশন পদ্ধতির
উপরও নির্ভর করে। বাণিজ্যিক কোয়েল
ডিমে তা দেয় না। ফলে এদের দিয়ে

বাচ্চা ফোটানো সম্ভব নয়। কোয়েলের
ডিম সাধারণত কৃত্রিম উপায়ে ইনকুবেটর
দিয়ে ফোটানো হয়। সফলভাবে বাচ্চা
ফোটানোর হার বেশি পেতে হলে
ইনকিউবেটর নির্মাতার নির্দেশ
সতর্কতার সাথে পালন করতে হবে।
ইনকুবেটরের কিছু কিছু মডেল শুধুমাত্র
কোয়েলের ডিম বসানোর জন্যই
ডিজাইন করা হয়। জাপানীজ
কোয়েলের ডিম মুরগীর ডিম
ফোটানোর জন্য ব্যবহৃত ইনকুবেটরে
ফোটানো যেতে পারে তবে ডিম
বসানোর ট্রেগুলোতে কিছুটা পরিবর্তন
আনা দরকার। ডিমের মোটা অংশ
সেটিং ট্রেতে বসানো উচিত।
নিয়মমাফিক কোয়েলের ডিম প্রথম ১৫
দিন সেটিং ট্রেতে এবং পরবর্তী ৩
দিন হ্যাচিং ট্রেতে দিতে হবে।
তাপমাত্রা ৯৮-১০১০ ফা এবং প্রথম ১৫
দিন ৫০-৬০% আর্দ্রতা এবং পরবর্তীতে
৬০-৭০% আর্দ্রতা রাখা বাঞ্ছনীয়
(ইনকুবেটর নির্মাতার নির্দেশ
অনুসারে)। প্রতি ২ থেকে ৪ ঘন্টা অন্তর
ডিম ঘুরিয়ে (টার্নিং) দিতে হবে
যাতে ভ্রূণ খোসার সাথে লেগে না
যায়। ১৫তম দিনে ডিম সেটিং ট্রে
থেকে হ্যাচিং ট্রেতে স্থানান্তর
করতে হবে এবং ডিম ঘুরানো বন্ধ করতে
হবে। ডিম থেকে বের হওয়া বাচ্চা
২৪-২৮ ঘন্টার মধ্যে ব্রুডার ঘরে
স্থানান্তর করতে হবে।

Share this

Related Posts

Previous
Next Post »