হাঁস পালন শুরু থেকে শেষ,Krishi Bangladesh 01784302963







প্রায় এক দশক ধরে পোলট্রি শিল্পে অব্যাহত লোকসানের কারণে বিকল্প হিসেবে ক্যাম্পবেল হাঁস পালন খামার গড়ে তুলছেন , রোগবালাইয়ের ঝুঁকি কম ও অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এ জাতের হাঁস পালনে ঝুঁকছেন খামারিরা। বিসমিল্লাহ হাঁস ফার্মের পরিচালক শেখ সিরাজুল ইসলাম জানান, তিনি পুলিশের চাকরি থেকে অবসরে এসে বাড়িতে গরুর খামার করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অধিকাংশ গরু মারা যায়। এতে তিনি ৫-৬ লাখ টাকা লোকসানের সম্মুখীন হন। এর পর স্থানীয় এক ব্যক্তির পরামর্শে ক্যাম্পবেল হাঁস পালন খামার করার উদ্যোগ নেন। তিনি জানান, ভালো জাতের ক্যাম্পবেল হাঁস সংগ্রহ করতে উত্তরবঙ্গের পাবনা, নাটোর ও বগুড়া থেকে বাচ্চা এনে খামার তৈরি করেন। এর পর খামারে রেখে নার্সিং করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন।