কোয়েল পাখি পালনের শুরু থেকে শেষ 01784302963





* কোয়েল পালন করে রাতা রাত্রী বড়লোক হওয়ার স্বপ্ন
যারা দেখাচ্ছেন তারাই রাতা রাত্রী বড়লোক হচ্ছেন তাদেঁর কে বলছি
* সংসার চালাতে পারবেন এটা নিশ্চত দিয়ে বলতে
পারি
, যদি পরিশ্রম করেনমনে রাখবেন পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি
====== আজ এক হাজার পাখির গড় হিসাব তুলে ধরছি=====



আপনি যদি ৩০ দিনের ১০০০ জাপানি ভাল মানের কোয়েল পাখি সংগ্রহ
করেন
আপনার ২৯০০০/- থেকে
৩২০০০/- টাকা খরচ পরবে
। ( আপনাকে অবশ্যই ১০০% সব মাদি পাখি সংগ্রহ করতে হবে।)
১০০০ পাখি প্রতিদিন ২৫ কেজি খাদ্য খাবেআপনাকে আরও ২০ দিন
খাওয়াতে হবে
যদি ও ৪৫ দিনে একটি পাখি ডিম দেয় তারপরেও আপনি ৫ দিন বেশি ধরে নিনতাহলে আপনার খাদ্য
বাবদ খরচ হবে ১৯০০০/- হাজার টাকা
পাখিকে তেমন কোন ঔষধ খাওয়াতে হয় নাশুধু ভিটামিন খাওয়াতে হয় তাহলে ভিটামিন বাবদ
২০০০/- টাকা খরচ হবে
বিদ্যুৎ বিল আনুষাঙ্গিক খরচ ১৫০০/- টাকা
সব মিলে আপনার খরচ হবে = ৩২০০০+১৯০০০+২০০০+১৫০০= ৫৪,৫০০/- আপনি যদি এ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কত টাকা লাভ পাবেন এটাও জানিয়ে
দিচ্ছি
===== এবার লাভের পালা======
প্রতিদিন আপনার যদি গড়ে ৮০% ডিম আসে ( যদিও ৮০% থেকে ৯৫% ডিম
আসে
।) তাহলে আপনার ৮০০ টি
ডিম প্রতি দিন আসবে
প্রতিদিন আপনার খাওয়াতে হচ্ছে ৯৫০ টাকা ঔষধ বাবদ আরও ৫০ টাকা
তাহলে আপনার খরচ হবে
১০০০ টাকা
আপনি যদি ৮০০টি ডিম ১.৮০ পয়সা বিক্রি করেন ( স্থান ভেদে ডিমের
দাম কম বেশি হয় সর্ব নিম্ন রেট ১.৮০ পয়সা) আপনি প্রতিদিন ১৪৪০ টাকা ডিম বিক্রি করতে
পারবেন
তাহলে আপনার লাভ টিকবে ৪৪০ টাকা


তাহলে মাসে আপনার ৪৪০*৩০ = ১৩,২০০ টাকা লাভ থাকবেএভাবে ১৪ মাস ডিম নেওয়ার পর এ পাখি মাংসের জন্য বিক্রি করতে
পারবেন
সর্বনিম্ন রেট ৩৫ টাকাতাহলে আপনার পাখি বিক্রয় করে
টাকা আসবে ৩৫০০০ টাকা, আপনার এক হাজার পাখি থেকে ১৪ মাসে আয় ডিম থেকে ১৩২০০*১৪=১৮৪,৮০০
টাকা, আর পাখি বিক্রয় করে আয় ৩৫,০০০ হাজার টাকা, মোট ১৮৪,৮০০*৩৫,০০০=২১৯,৮০০ টাকা আপনার
ইনভেস্ট ছিল ৫৪,৫০০ তাহলে আপনার ১৪ মাসে মোট লাভ ২১৯,৮০০- ৫৪,৫০০=১৬৫,৩০০ টাকা, ১০০০
পখিতে মাসে কম পক্ষে আয় ১১,৮০০ টাকা, ০১৭৮৪৩০২৯৬৩,০১৯৭৭,৩০২৯৬৩ 

Share this

Related Posts

Previous
Next Post »